চর্চায় চন্দ্রিল

April 27, 2025 6:00 pm - 7:30 pm Intel Aloha Campus

 

গত দুই বছরে অনিন্দ্য আর শ্রীজাতর সঙ্গে দুর্দান্ত আড্ডার পর, পোর্টল্যান্ডের প্রবাসী বাঙালিদের জন্য থাকছে নববর্ষের নতুন চমক! পোর্টল্যান্ডে আসছেন লেখক, চলচ্চিত্রকার, চন্দ্রবিন্দু ব্যান্ডের জনপ্রিয় গীতিকার-গায়ক এবং সুবক্তা চন্দ্রিল ভট্টাচার্য।

আমরা যারা দূরদেশে থেকেও বাংলাকে আঁকড়ে ধরি, বাংলায় বাঁচি, তারা উপহার পেতে চলেছি এক অনন্য সন্ধ্যা—কথা হবে বাংলা সাহিত‍্যের কিছু অসামান‍্য সৃষ্টি নিয়ে, থাকবে কিছু চমকে দেওয়া চলচ্চিত্রের বমকে দেওয়া বিশ্লেষণ আর তার ফাঁকে ফাঁকে উঠে আসবে সমাজ, প্রেম, বন্ধুত্ব, জীবন নিয়ে চন্দ্রিলের যুক্তিবাদী অথচ সরস পর্যালোচনা।

পোর্টল্যান্ডের বাঙালিদের জন্য রইল সাদর আমন্ত্রণ।

Date: 27 April 2025

Time: 6:00 pm – 7:30 pm

Address: Intel Aloha Campus

Tickets open now